চাপাইনবাবগঞ্জ

আমবাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ, ০১ জুন – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে কুড়িয়ে পাওয়া দুটি ককটেল বিস্ফোরণে এক কিশোরীসহ দুজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার শংকরমাদিয়া গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের মোস্তফার ছেলে খাদেমুল (৩০) ও একই গ্রামের সামির আলীর মেয়ে টুম্পা খাতুন (১৬)।

পুলিশ জানায়, বিকেলে একটি আমবাগানে খেলাধুলা করছিল খাদেমুলের মেয়ে ইভা খাতুন (১২) ও টুম্পা খাতুন। এ সময় দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। পরে খাদেমুল ও টুম্পা খাতুন কৌতূহলবশত খোলার চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে খাদেমুলের দুই হাত জখম হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে আহত টুম্পা খাতুনকে বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জাগো নিউজকে বলেন, আমবাগানে খেলাধুলার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুজন আহত হন। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অপরজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুন ২০২৩

Back to top button