জাতীয়

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

ঢাকা, ৩১ মে – জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বুধবার অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদের কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার। তারা হলেন আ স ম ফিরোজ, তানভীর শকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রোস্তম আলী ফরাজী ও বেগম আনজুম সুলতানা।

সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমণ্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।

অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩১ মে ২০২৩

Back to top button