ইউরোপ

সেই ‘গোয়েন্দা তিমি’ এবার সুইডেন উপকূলে

স্টকহোম, ৩১ মে – সেই ‘গোয়েন্দা তিমি’কে এবার সুইডেনের উপকূলে দেখা গেছে। এর আগে ২০১৯ সালে তিমিটিকে নরওয়ের উপকূলে প্রথম দেখা গিয়েছিল। সে সময় দেশটির মৎস্য অধিদপ্তরের সদস্যরা তিমিটির শরীর থেকে মানুষের বেঁধে দেওয়া একটি বেল্ট অপসারণ করে। এতে একটি ক্যামেরা বসানো ছিল।

প্লাস্টিকের ওই বেল্টে লেখা ছিল, ‘সরঞ্জাম সেন্ট পিটার্সবার্গ’। অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, এটি একটি গোয়েন্দা তিমি। একে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে রাশিয়ার নৌবাহিনী। খবর- এএফপি

তিমিটির গতিবিধি নজরে রাখা একটি সংগঠন সোমবার বলেছে, সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুনেবোস্ট্র্যান্ড উপকূলে রোববার একে দেখা গেছে।

তিমিটি নরওয়ের উপকূলরেখার ওপরের অর্ধাংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে তিন বছরের বেশি সময় নেয়। সুইডেন উপকূলে যাওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দ্রুততার সঙ্গে উপকূলের নিচের অংশ পার হয়।

ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান স্ট্র্যান্ড বলেছেন, হরমোন তিমিটিকে একজন সঙ্গী খুঁজে পেতে তাড়িত করায় এটি হয়ত এত দ্রুতগতিতে সরছে। তিমিটির বয়স ১৩-১৪ বছর। এই বয়সে এ ধরনের হরমোন বেশি থাকে।

সূত্র: সমকাল
এম ইউ/৩১ মে ২০২৩

Back to top button