পাখির চোখ একুশের ভোট, উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৪ ডিসেম্বর – উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। ৩ দিনের জন্য উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতেই তৃণমূল সুপ্রিমোর উত্তরবঙ্গ সফর। জানা গিয়েছে, ৩ দিনের সফরে দু’টি জনসভা করবেন তৃণমূলনেত্রী। জলপাইগুড়ি ও কোচবিহারে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। সাংগঠনিক শক্তি বাড়াতে কোমর-বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি। একদিকে, উন্নয়নকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া শাসকদল।
বিধানসভা ভোটের আগে আমজনতার আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টায় তৃণমূল। জেলায়-জেলায় রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজের প্রচার চালাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ক্ষমতায় ফিরলে আরও উন্নয়নের দেদার প্রতিশ্রুতি। জেলায়-জেলায় ছুটে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কথা বলছেন দলের নেতা-কর্মীদের সঙ্গে।
আরও পড়ুন : শুভেন্দুর পর ‘বেসুরো’ রাজীব, অস্বস্তি এড়াতে বৈঠকে বসছে তৃণমূলের শীর্ষনেতৃত্ব
পিছিয়ে নেই বিরোধী বিজেপিও। জেলায়-জেলায় ঘুরছেন দলের নেতারা। চলছে সভা, সাংগঠনিক বৈঠক। এবার সেই ঘর গোছাতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দু’টি জনসভায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সভা হবে জলপাইগুড়িতে, অন্যটি কোচবিহারে।
২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। একাধিক বিধানসভা কেন্দ্রে শক্তি বেড়েছে গেরুয়া শিবিরের। এরই পাশাপাশি চলছে দলবদল। ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একদা তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এরই পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারের এক সময়ের বহু তৃণমূল কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে।
এই আবহেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর শুরু। শিলিগুড়িতে ‘উত্তরকন্যা’য় এদিন দুপুরেই মোর্চার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। মঙ্গলবারই পৌঁছে যাবেন কোচবিহারে। বুধবার দুপুরে কোচবিহারে দলীয় জনসভা সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা সেরে ওই দিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুত্র : কলকাতা ২৪x৭
এন এ/ ১৪ ডিসেম্বর