সিলেট

সিলেটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট, ৩০ মে – সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩০ মে) বিকেল ৩টায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের সই করা এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জাগো নিউজকে বলেন, দুই মেয়র প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এ বিষয়ে প্রার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে নির্বাচনী আচরণবিধি ভেঙে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলামকে (বাবুল) সোমবার নগরের বিভিন্ন এলাকায় প্রতীক সংবলিত প্রচারপত্র বিতরণ করে গণসংযোগ করতে দেখা গেছে।

১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন এবং ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩০ মে ২০২৩

Back to top button