জাতীয়

ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা যেদিন

ঢাকা, ৩০ মে – ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘উপনির্বাচনের সময়সূচি নির্ধারিত হয়েছে। আমাদের সচিব সাহেব এলে আগামী পয়লা জুন হয়তো এটি ঘোষণা করা হবে।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ১৫ মে জাতীয় সংসদের সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) মৃত্যুবরণ করেন। এতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের বিষয়ে ইসি আলমগীর বলেন, ‘সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আবেদনগুলো পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অল্প কয়েকটির সীমানা পরিবর্তন করা হয়েছে। আমরা গেজেট করার জন্য সচিবালয়ে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। সচিবালয় থেকে বিজি প্রেসে পাঠানো হবে। আগামী সপ্তাহে হয়তো আপনারা জানতে পারবেন। আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা জুন মাসে এটা প্রকাশ করতে পারব।’

জনসংখ্যা অনুপাতে সীমানা নির্ধারণ করা হয়নি জানিয়ে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘অধিকাংশ আবেদনকারী জনসংখ্যার অনুপাতে সীমানা পরিবর্তন চেয়েছে। এ হিসেবে যদি আমরা সীমানা নির্ধারণ করতে চাই তাহলে ঢাকায় আরও দশটা আসন বাড়াতে হবে। তাই বৈজ্ঞানিক ও প্রশাসনিক মাপকাঠি দিয়ে আমরা এগুলো পর্যালোচনা করেছি যে কার দাবি বেশি যুক্তিসংগত সেটা দেখার চেষ্টা করেছি। এতে অল্প কয়েকটি আবেদন আমাদের যুক্তিসংগত মনে হয়েছে এবং সেগুলোই আমরা মেনে নিয়েছি।’

সূত্র: আজকের পত্রিকা
আইএ/ ৩০ মে ২০২৩

Back to top button