ঢালিউড

১০ দিন ধরে রাজ আমার বাসায় নেই

ঢাকা, ৩০ মে – মঙ্গলবার মধ্যরাতে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয় অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপস। সুনেরাহ দাবি করেছে ভিডিওগুলো পরীমণি নিজেই রাজের ফেসবুক থেকে পোস্ট করেছে। কিন্তু পরীমণি বলছেন ভিন্ন কথা। সাম্প্রতিক এইসব ঘটনা নিয়ে কথা হয় পরীমণির সঙ্গেরাজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। অভিনেত্রী সুনেরাহ বলছে ভিডিওগুলো আপনিই পোস্ট করেছেন…

সুনেরাহ কে? ওই মেয়েকে তো আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। হুট কের কেনো সে আমাকে নিয়ে এমন মন্তব্য করবে? আমার মনে হয় সে আলোচনায় আসতেই আমার নাম নিয়ে এসব বলছে। এখন যদি রাজের সংগে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি ওই মেয়েকেই দায়ি করব। ওর নামে আমি মামলা করব।

তার মানে আপনি ভিডিওগুলো পোস্ট করেননি?

আমি কিভাবে ওসব ভিডিও পোস্ট করব? রাজ তো দশদিন আগে থেকেই আমার সঙ্গে নেই। সে রিফ্রেশেমেন্টের জন্য প্রায় চৌদ্দদিন হয় বাসা থেকে বের হয়ে গিয়েছে। কোথায় কি করছে আমি কিছুই জানিনা। গতকালও আমি ওকে ফোন করেছিলাম। সে ফোন কেটে বন্ধ করে দিয়েছে। এখন কোথায়, কার সঙ্গে কি করছে সে দায় কেনো আমার ওপর আসবে।

তাহলে রাজ আর আপনি এখন আলাদা থাকছেন?

রাজ বেশ ক’দিন আগে বাসা থেকে বের হয়ে যায়। কোথায় আছে, কার সঙ্গে আছে তার কিছুই আমি জানি না। বার বার খোঁজ নেওয়ার চেষ্টা করেও পারিনি। পরে দেখি বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। হুট করে গতকাল ভিডিও পোস্ট হল আমার নাম জড়িয়ে আলোচনাতেও এল একজন।

তাহলে কী রাজই ওই ভিডিও পোস্ট করেছে?

বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় হতে পারে তার বন্ধুরাও মজা করতে তা প্রকাশ করেছে। আবার আমার নাম জড়িয়ে যে সুনেরা আলোচনায় এলেন হতে পারে সেও আলোচনায় আসার জন্য এই ভিডিও পোস্ট করেছে। কারণ সেও তো দাবি করেছে সে রাজের বন্ধু। ক’দিন আগে তো তারা একসঙ্গে পার্টি মোডের ছবিও পোস্ট করেছে।

রাজ বাসা থেকে চলে গিয়েছে কেনো?

স্বামী-স্ত্রীর মধ্যে কত কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মত তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন। এতো দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি বারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি সে। হতে পারে বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিল, পার্টি করছিল। কিন্তু আমি মনে করি বিয়ের পর এতেটা ফ্রি থাকা উচিত নয় । অন্তত কিছুটা হলেও দায়িত্বশীল হওয়া উচিত।

এই যে আলাদা থাকছেন, এটা তো বিচ্ছেদেরই ইঙ্গিত দিচ্ছে…

কি ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। পারছি না কই। একটার পর একটা ইস্যু চলেই আসছে। তারপরও আমি যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।

রাজের সঙ্গে মান-অভিমান চলাকালীন আপনার ‘মা’ ছবি মুক্তি পেয়েছে। এই পরিস্থিতে মা ছবি প্রচারণায়ও আপনাকে দেখা গেল…

এই সিনেমাটা আমার কাছে বাচ্চা। একদম অন্তরের কাছের একটি সিনেমা। এই সিনেমার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত, আমার রাজ্য জড়িত। তাই যতটা পারছি নিজে প্রচারণায় সময় দিয়েছি।

কাজে ফেরার পরিকল্পণা সম্পর্কে জানতে চাই….

আমি কিন্তু আড়ালে নেই। কাজের মধ্যেই আছি। তবে নতুন সিনেমার শুটিংয়ে ফেরা নিয়ে আরও একটু সময় লাগবে। এই যেমন দুদিন আগে, মনে হচ্ছিলো যে আমি মানসিকভাবে প্রস্তুত কাজ করার জন্য। কিন্তু আমি যখন প্রমোশনের জন্য ঘর থেকে বাইরে পা রাখলাম, তখন মনে হল না। আমি এখন কাজ করার জন্য রেডি না। আমার বাচ্চাকে নিয়ে আসলে এই মুহূর্তে মুভ করাটা খুব কঠিন হয়ে যাবে। আমি বাচ্চাকে নিয়ে যখন আরেকটু রিলাক্স হতে পারব। তখন কাজ করব।

এম ইউ/৩০ মে ২০২৩

Back to top button