জাতীয়

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, ১৪ ডিসেম্বর- শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকে অবনত দেশ। বিনম্র শ্রদ্ধায় সূর্যসন্তানদের স্মরণ করছে জাতি।

শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে। ফুল দিয়েছেন রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিব মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও।

আরও পড়ুন : ঢাকাকে আধুনিক নগরী গড়ে তুলতে প্রতিবেদন তৈরির নির্দেশ

এদিকে দিবসটি উপলক্ষে রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৪ ডিসেম্বর

Back to top button