ফুটবল
হেলিকপ্টারে করে আবাহনী-মোহামেডান ফাইনালে সালাউদ্দিন
ঢাকা, ৩০ মে – দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ বছর পর ক্লাব দুটি ফাইনালে মুখোমুখি।
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ফাইনাল দেখতে ঢাকা থেকে হেলিকপ্টারে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই কুমিল্লায় পৌঁছান তিনি।
কাজী সালাউদ্দিন কোনো জেলা স্টেডিয়ামে গিয়ে অতীতে লিগের খেলা দেখেননি। আবাহনী-মোহামেডান অনেক দিন পর ফাইনাল হওয়ায় তিনি কুমিল্লায় গেছেন। হেলিকপ্টারেই ফিরবেন বলে ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার থাকার সম্ভাবনা কম।
সূত্র: যুগান্তর
এম ইউ/৩০ মে ২০২৩