ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে গুজরাট টাইটান্স

নয়াদিল্লি, ২৯ মে – অবশেষে রিজার্ভ ডে’তে টস করা গেলো। আইপিএল ফাইনালটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু বৃষ্টির কারণে সেদিন টসই হয়নি। আজ (সোমবার) রিজার্ভ ডে’তে অবশ্য সময়মতোই টস হয়েছে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অর্থাৎ গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করবে।

আজও আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা আছে। তবে সময়মতোই টস হয়েছে। এখন ম্যাচের মাঝখানে বৃষ্টি বাগড়া না দিলেই হয়!

যদি শেষ পর্যন্ত খেলা ৫ ওভারেও শেষ করা না যায়, তবে লিগ পর্যায়ে পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ মে ২০২৩

Back to top button