ইউরোপ

আগামী সপ্তাহে আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন পুতিন

মস্কো, ২৯ মে – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে সরাসরি আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। রোববার ‘মস্কো ডট ক্রেমলিন পুতিন’ টিভি শো থেকে এ কথা জানা যায়। খবর তাসের।

রাশিয়ার রাষ্ট্রপ্রধান ঠিক কার সঙ্গে আলোচনা করতে পারেন তা ওই টিভি প্রোগ্রামে প্রকাশ করা হয়নি।

রুশ নেতা সরকারের সঙ্গে একটি বৈঠকের সভাপতিত্ব করবেন এবং দেশটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে পরামর্শও করবেন।

এদিকে ক্রেমলিনের প্রেস সার্ভিস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুতিনের আগামী সপ্তাহের সময়সূচি ঘোষণা করেনি।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ মে ২০২৩

Back to top button