ময়মনসিংহ

বিএনপি ক্ষমতায় গেলে ‘বিষপানে আত্মহত্যার’ ঘোষণা এমপি নাজিমের

ময়মনসিংহ, ২৯ মে – বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তাহলে ‘বিষ খেয়ে আত্মহত্যা’ করবেন বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে নাজিম উদ্দিন বলেন, ‘আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। যদি বেঁচে থেকে কোনোদিন শুনতে পারি নৌকা হেরে গেছে, ক্ষমতায় গেছে খালেদা জিয়া। আমি আর বেঁচে থাকতে চাই না। বেঁচে থাকার আর কোনো মূল্য নাই। কারণ, যৌবনে অস্ত্র ধরেছিলাম দেশ স্বাধীন করেছিলাম। হায়েনারা মা-বোনের ইজ্জত লুটে নিয়েছে ও ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন। সেই হায়েনারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমার বেঁচে থেকে আর লাভ কী। তাই আপনাদের কাছে আকুল আবেদন আগামী নির্বাচনে নৌকাকে ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো সহায়-সম্পদ নাই, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই। এখন আমি নিঃস্ব, রিক্ত হিসেবে আপনাদের মাঝে আছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোহামদ গোলাম সামদানী খান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মুন্নাফ প্রমুখ।

সূত্র: কালবেলা
এম ইউ/২৯ মে ২০২৩

Back to top button