কিশোরগঞ্জ

ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

কিশোরগঞ্জ, ২৯ মে – কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার রাত ১১টায় উপজেলার জিনারি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। রিয়াদ পিপ্লাকান্দি হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত জানান, রোববার (২৮ মে) রাত ১১টার দিকে রিয়াদকে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাত করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আসাদুজ্জামান টিটু জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ মে ২০২৩

Back to top button