মিয়ানমারে গণহত্যা: সাক্ষ্য দিতে আর্জেন্টিনা যাচ্ছেন ৭ রোহিঙ্গা
কক্সবাজার, ২৯ মে – বাংলাদেশে আশ্রিত ৭ রোহিঙ্গা নারী ও পুরুষ তাদের ওপর চালানো নির্মম নির্যাতনের অভিজ্ঞতার সাক্ষ্য দিতে আর্জেন্টিনায় যাচ্ছেন।
রোববার (২৮ মে) বিকেলে তারা ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়েছেন। রাতে তারা আর্জেন্টিনার উদ্দেশ্যে রওয়ানা করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা।
তিনি বলেন, ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৭ রোহিঙ্গা বিশেষ অনুমতি নিয়ে আর্জেন্টিনায় যাচ্ছেন, তারা সেখানকার একটি আদালতে মিয়ানমারের গণহত্যা নিয়ে চলমান একটি মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষ্য দেবেন বলে জেনেছি। তারা ইতিমধ্যে ক্যাম্প ছেড়েছেন।
সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ নভেম্বর, ‘ইউনিভার্সেল জুরিসডিকশন’ (সার্বজনীন এখতিয়ার) নীতির অধীনে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্ত শুরু করে আর্জেন্টিনার বিচার বিভাগ। মামলাটির পরিপ্রেক্ষিতে সে সময় ভার্চুয়ালি সাক্ষ্য দিয়েছিলেন উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বাস করা সাত রোহিঙ্গা, যাদের চলতি মাসের শেষ সপ্তাহে বুয়েন্স আয়ার্সের আদালতে সাক্ষী হিসেবে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
এ মামলা ছাড়াও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিজে) এবং জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিসি) বিচার চলছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গাদের সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (ব্রুক), ২০১৯ সালের ১৩ নভেম্বর আর্জেন্টিনায় মামলাটি শুরুর আবেদন করেছিল।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ মে ২০২৩