মধ্যপ্রাচ্য

বিয়ের পোশাকে ভোট দিলেন নব দম্পতি

আঙ্কারা, ২৮ মে – তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার (২৮ মে) সকাল থেকেই দেশটিতে শুরু হয় ভোটগ্রহণ। এদিন স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে লক্ষাধিক মানুষ ভোট প্রদান করছে। তবে এর মধ্যেই উত্তরাঞ্চলীয় প্রদেশ দুজসে বিয়ের পোশাকে ভোট দিতে দেখা গেছে এক দম্পতিকে। তারা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে নির্ধারিত ভোটকেন্দ্রে যান।

এই দম্পতিরা হলেন ওজ কোবান (২৩) ও ইসমাইল কোবান (২৪)।

আল জাজিরা আরও জানায়, রবিবার সকাল থেকেই তুরস্কের বিভিন্ন অঞ্চলে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবার ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গোটা তুরস্কে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। কিন্তু ওই নির্বাচনে এরদোয়ান এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৮ মে ২০২৩

Back to top button