সিলেট

নাশকতা মামলায় সিলেট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

সিলেট, ২৭ মে – সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে নগরের চৌহাট্টা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জামাল শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি সভায় অংশগ্রহণ করেন।এ সময় সভা শেষে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল নগরের দরগাহ গেট এলাকায় একটি সভা করে বের হওয়ার পর পুলিশ প্রতিহিংসামূলকভাবে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৯ সালের একটি নাশকতা মামলার পরোয়ানা থাকায় আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ মে ২০২৩

Back to top button