নাটক
অভিনেতা ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত
ঢাকা, ১৩ ডিসেম্বর – বাবা কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের মৃত্যুর ১৫ দিনের মাথায় করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানালেন অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের।
রবিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’
আরও পড়ুন : অভিনেত্রীর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, অডিও ফাঁস!
২৭ নভেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইারেশ যাকেরের বাবা আলী যাকের। মৃত্যুর দুদিন আগে তিনি করোনা পজিটিভ হন। তবে তার আগে থেকেই বর্ষীয়ান এই অভিনেতা ক্যানসারে ভুগছিলেন।
সুত্র : বাংলা ট্রিবিউন
এন এ/ ১৩ ডিসেম্বর