নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন রাহুল গান্ধী, জানালো আদালত
নয়াদিল্লি, ২৬ মে – অবশেষে জটিলতার অবসান হলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নতুন করে পাসপোর্ট তৈরিতে অনাপত্তি দিয়েছে দিল্লি আদালত। শুক্রবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতা আদালতের কাছে নতুন করে পাসপোর্ট করার আবেদন জানিয়েছিলেন। সবদিক বিবেচনা করে আদালত রাহুলের আবেদনকে মান্যতা দিয়েছে। তবে বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে জানা গেছে, এই অনাপত্তি সার্টিফিকেট তিন বছর পর্যন্ত বৈধ থাকবে।
সব মিলিয়ে নতুন করে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আর কোনও বাধা রইল না রাহুলের। গত কয়েকদিন ধরেই এ নিয়ে বিভিন্ন মহলে স্নায়ুর চাপ বাড়ছিল।
এদিকে শুক্রবার দিল্লি আদালতে বিজেপি নেতা সুহ্মমণিয়ন স্বামী দাবি করেন, ব্রিটেনের এক অফিসার তাকে বলেছেন রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছেন। সেক্ষেত্রে তার দাবি, ভারতীয় আইন মোতাবেক রাহুলের ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া দরকার। তবে শেষ পর্যন্ত তার দাবি ধোপে টেকেনি।
রাহুলের আগের পাসপোর্টের কি হলো?
সম্প্রতি গুজরাট হাইকোর্টে একটি মানহানি মামলার জেরে রাহুলের সাজা হয়েছিল। এরপরই তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায়। তিনি কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দেন। এরপর সম্প্রতি নতুন সাধারণ পাসপোর্টের জন্য় আবেদন করেন।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৬ মে ২০২৩