ক্যাটরিনার স্বামীকে সালমানের কাছে ভিড়তে দিল না নিরাপত্তারক্ষীরা!
মুম্বাই, ২৬ মে – সম্প্রতি আবুধাবিতে যেতে দেখা গেছে সালমান খানকে। কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে।
বর্তমানে একটি ইভেন্টের জন্য আবুধাবিতে রয়েছেন বলিউড ভাইজান।
এই অনুষ্ঠানের একটি ভিডিও বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তা সবার নজড় কেড়েছে। ভিডিওতে সালমান ও ভিকি কৌশলকে একই অনুষ্ঠানে দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সালমান অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন। সালমানকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাইজানের দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সালমানের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে। সালমানের চোখে মুখেও ভিকিকে দেখে বিরক্তির ছাপ স্পষ্ট।
এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হাল। ক্যাটরিনার স্বামী বলেই ভিকির সঙ্গে সালমানের এমন আচরণ! তবে এই নিয়ে মুখ খোলেননি ভিকি ও সালমান।
No matter who you are, you have to clear the path when Tiger is on his way.
The persona of #SalmanKhan 🔥 pic.twitter.com/pRSB7iwQ82
— MASS (@Freak4Salman) May 25, 2023
এম ইউ/২৬ মে ২০২৩