সংগীত

জায়েদা খাতুনের বিজয়ে যা বললেন গায়ক আসিফ

ঢাকা, ২৬ মে – ক্যারিয়ারে শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবার। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন আসিফ। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন এ গায়ক।

শুক্রবার (২৬ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ।

পাঠকদের জন্য গায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

মজলুমের সব বিজয় সবসময় দিকনির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।

অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয় মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাচকাটা হীরা, গাজীপুরের আম্মাজান।

সবশেষে আসিফ লেখেন, আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। অভিনন্দন প্রিয় গাজীপুরবাসী। ভালোবাসা অবিরাম।

আইএ/ ২৬ মে ২০২৩

Back to top button