গাজীপুর

ছেলেকে সৎ প্রমাণ করতেই ভোটে এসেছি

গাজীপুর, ২৬ মে – সবার ভালোবাসায় আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে, তাকে সৎ প্রমাণেই নির্বাচনে এসেছিলেন বলে জানিয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত গাজীপুরের মেয়র জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচনের জয় গাজীপুরবাসীকে উৎসর্গ করে জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ। সবার ঋণ শোধ করতে চাই কাজ করে। ছেলেকে পাশে নিয়ে কাজ করবো। আমার ছেলের বাকি কাজ শেষ করবো।

তবে গাজীপুর সিটিকে সুন্দর করে গড়ে তুলতে সবার সহযোগিতা চান জায়েদা খাতুন। পাশাপাশি আজমত উল্লাকেও শহরের উন্নয়নে পাশে চান বলে জানান তিনি।

ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আগামী দিনে তার সহযোগিতাও চান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ মে ২০২৩

 

Back to top button