জাতীয়

আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি

ঢাকা, ২৫ মে – ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, রাজধানীর কেরানীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ মে ২০২৩

 

Back to top button