গাজীপুর

ভোট নিয়ে সন্তুষ্ট স্বতন্ত্র মেয়র প্রার্থী রনি

গাজীপুর, ২৫ মে – গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহিনুর ইসলাম রনি। তার মার্কা হাতি। তিনি সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের ভাইয়ের ছেলে। তবে এখন তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্রে ভোট দেন।

ভোটদান শেষে রনি যুগান্তরকে বলেন, সেকেন্ডের মধ্যে তিনি ভোট দিয়েছেন, সেই কেন্দ্রের পরিবেশ ঠিক আছে। তিনি ভোট দিয়ে সন্তুষ্ট।

তিনি বলেন, কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো; কিন্তু ভোটার উপস্থিতি কম। এই কেন্দ্রে তার পোলিং এজেন্ট আছে। মোটামুটি ভোটার উপস্থিতি আছে।

তবে রনি অভিযোগ করেন, যেহেতু তিনি একটি দলের (বিএনপি) হয়ে কাজ করছেন, তাই বিভিন্ন বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক কেন্দ্রে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

রনি বলেন, তার কাশিমপুর কেন্দ্রে অনেক এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। টঙ্গীর একটা কেন্দ্রে একটি মেয়ে ভোটারকে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া বাইরে যারা আছেন, তাদেরও বাধা দেওয়া হচ্ছে। তবে ভেতরের পরিবেশ এখনো সুন্দর আছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৫ মে ২০২৩

Back to top button