কন্যাসন্তানের বাবা হলেন চিত্রনায়ক রোশান
ঢাকা, ২৫ মে – প্রায় তিন বছর গোপনে সংসার করার পর গত ৬ মে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চিত্রনায়ক জিয়াউল রোশান। সেই অনুষ্ঠানের ১৮ দিনের মাথায় বুধবার মধ্যরাতে বাবা হওয়ার খবর জানালেন অভিনেতা। ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুখবরটি জানান তিনি।
ওই পোস্টে সদ্যজাত সন্তানের কয়েকটি ছবি দিয়ে রোশান ইংরেজিতে লেখেন, Allah Blessed me today with haven, Alhamdulillah। যার অর্থ, ‘আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন, আলহামদুলিল্লাহ।’
পরে অভিনেতা গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। যদিও তার আগে রোশানের পোস্ট করা ছবিগুলো থেকেই তা স্পষ্ট বোঝা যায়।
নায়ক এও জানান, মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। তবে মেয়ের নাম এখনো তারা চুড়ান্ত করেননি। শিগগিরই আকিকা অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের নাম জানানো হবে বলে জানান ‘সাইকো’ অভিনেতা।
রোশান বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এটাই বলতে চাই, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় তাহসিনা এশার সঙ্গে তার বিয়ে হয়। সেই খবর প্রকাশ করেন গত ৬ মে। দুই পরিবারের সদস্যদের নিয়ে সেদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদের বিবাহত্তোর সংবর্ধনা হয়।
এতদিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান সেদিন বলেছিলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি। কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’
আইএ/ ২৫ মে ২০২৩