ফুটবল

বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ইংলিশ ফুটবলারের মৃত্যু

লন্ডন, ২৪ মে – ইংল্যান্ডের লুক বেন্নেট নামের ১৭ বছর বয়সী এক ফুটবলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ১১ হাজার ভোল্ট বিদ্যুতের ধাতব খুঁটির সঙ্গে স্পৃষ্টে মারা গেছেন এই তরুণ ফুটবলার।

ক্লাব ফুটবলে এএফসি ফাইল্ডে উইঙ্গার হিসেবে খেলতেন লুকা বেন্নেট। তার বাবা থমাস বেন্নেট এক সময়ে প্রিমিয়ার লিগের ক্লাব উলভসের হয়ে খেলেছেন। তিনি জানিয়েছেন, সন্তানই ছিল তার জীবনের সব।

স্থানীয় সময় ছয়টার দিকে তিন বন্ধু মিলে একসঙ্গে খেলছিলেন বেন্নেট। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লুকার বাবা থমাস বলেছেন, ‘সে যেকোন উৎসবের প্রাণ হয়ে থাকতো। নিজের ব্যক্তিত্ব দিয়ে অল্পতে অন্যকে প্রভাবিত করতে পারতো। বাইক চালাতে পছন্দ করতো। প্রায়ই বলতো খেলার জন্য তাকে ড্রপ করে দেওয়ার জন্য।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ মে ২০২৩

Back to top button