এবার মুখ খুললেন নোবেলের বাবা, যা জানালেন
ঢাকা, ২৪ মে – প্রতারণার মামলায় গ্রেপ্তারের মাত্র দুই দিনের মাথায় জামিন পান ‘সারেগামাপা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২২ মে) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আসামির জামিন মঞ্জুর করেন।
নোবেলের জামিনের পর সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন গায়কের বাবা মোজাফফর হোসেন নান্নু।
গণমাধ্যমে তিনি বলেন, নোবেলকে আটকের দিন ডিবি কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সামনে নোবেল ও তার স্ত্রী সালসাবিলের কাছে বেশ কয়েকবার জানতে চাওয়া হয়েছিল তারা একসঙ্গে আর সংসার করবে কি না। এ সময় নোবেল সংসার করতে চাইলেও, অসম্মতি জানায় সালসাবিল।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে ত্যাজ্য করা যায়? এটি একটি হাস্যকর বিষয়। সন্তানের কাছ থেকে কষ্ট পেয়ে মানুষ দূরে সরে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে এটাও নেই। এটা ইসলামসম্মত না, বাংলাদেশের আইনসম্মতও না।
মোজাফফর হোসেন বলেন, আমি প্রত্যেকের কাছে ভীষণ কৃতজ্ঞ। যারা তার সমালোচনা করে তারা তাকে ভালোবেসেই সমালোচনা করে। তার যখন ভালো সময় গেছে, সে যখন মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, তার যখন এই শিল্পের সঙ্গে আন্তরিকতা ছিল তখন মানুষ তাকে সেভাবেই সাপোর্ট করেছে। আবার সে যখন লাইনচ্যুত হয়েছে, স্বাভাবিকভাবেই যারা তার ফ্যান ফলোয়ার, যারা তার ভালো চায় সেখান থেকে মানুষের আশা ভঙ্গ হয়েছে।
গায়কের বাবা বলেন, স্বাভাবিকভাবেই মানুষ তার বিপক্ষে কথা বলবে। সেক্ষেত্রে আমি তাদের সাধুবাদ জানাই এ কারণে তাদের যেটা করা উচিত তারা সেটাই করছে। আবার যদি সে কোনো দিন সঠিক জায়গায় আসতে পারে, আমি মনে করি আবারও তার সম্ভাবনার কথাই বলবে। এই পেছনের ব্যর্থতার কথা আর বলবে না। আর নোবেল আবারও ফিরে আসবে এটা আমার বিশ্বাস।
সবশেষ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রত্যেকটা বাবারই আশা থাকে তার সন্তানেরা এদেশের সেরা হোক। যে যেই লাইনে থাকে, সে সেই লাইনের সর্বোচ্চ স্থানে থাকুক। আমারও বাবা হিসেবে সেটাই চাওয়া।
আইএ/ ২৪ মে ২০২৩