সংগীত

বিয়ে করলেন গায়ক ইমরান

ঢাকা, ২৪ মে – জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন বিয়ের খবর। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। বুধবার পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জীবনের নতুন এই সফরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে ইমরান বলেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

সাদামাটা আয়োজনেই বিয়ের আসরে বসেছেন ইমরান-জেরিন। ছিল না তেমন জমকালো আনুষ্ঠানিকতা। ইমরান বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান হবে।’

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় পথচলা শুরু ইমরানের। চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি একক গানেও সফল তিনি। তার সংগীত পরিচালনায় গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান।

আইএ/ ২৪ মে ২০২৩

Back to top button