বিদেশে পাচার কৃত অর্থ চিহ্নিত এবং উদ্ধারে টাস্ক ফোর্স হচ্ছে
ঢাকা, ১৩ ডিসেম্বর- বাংলাদেশ থেকে বিদেশে প্রায় ৭০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ পাচার সম্পর্কিত যাবতীয় তথ্য এখন প্রধানমন্ত্রীর টেবিলে। ইতিমধ্যে সিঙ্গাপুরে সালাউদ্দিন কাদের চৌধুরীর পাচার করা আট হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। যে টাকার দাবীদার নেই। এরকম বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। পাচার কৃত অর্থ চিহ্নিত করা এবং এটি উদ্ধারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ ব্যাপারে খুব শিগগীরই একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে।
৫টি মন্ত্রণালয় এবং বিভাগের গুরুত্বপূর্ন কর্মকর্তাদের দিয়ে এই টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে এতে। বিদেশ পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য যৌথ কমিটি বা টাস্ক ফোর্সে যে মন্ত্রণালয় ও বিভাগ গুলো যুক্ত থাকবে, সেগুলো হলো : ১. প্রধানমন্ত্রীর কার্যালয় ২. আইন মন্ত্রণালয় ৩. পররাষ্ট্র মন্ত্রণালয়, ৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৫. অর্থ মন্ত্রনালয় এবং বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবে ঐ টাস্ক ফোসেৃর কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে:
১. বিদেশে অর্থ পাচার সংক্রান্ত তথ্য অনুসন্ধান করা হবে। তথ্যের সত্যতা যাচাই বাছাই করা হবে।
২. কারা এই অর্থ পাচারের সংগে জড়িত তাদের চিহ্নিত করা হবে।
৩. যে দেশে অর্থ পাচার করা হয়েছে, সেই দেশের সংগে যোগাযোগ করা হবে।
৪. অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা হবে।
৫. অর্থ পাচার রোধ কল্পে প্রচলিত আইন সমূহ পরীক্ষা নিরীক্ষা করা হবে।
৬. এ সংক্রান্ত নতুন আইন ও করণীয় নির্ধারন।
আরও পড়ুন : সিনহা হত্যা মামলার চার্জশিট জমা হচ্ছে আজ
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশের প্রেক্ষিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
সূত্রঃ বাংলা ইনসাইডার
আডি/ ১৩ ডিসেম্বর