দক্ষিণ এশিয়া

দাবদাহে পুড়ছে দিল্লি, ৪৬ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

নয়াদিল্লি, ২৩ মে – প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। শহরের অনেক অংশের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় দাবদাহ সতর্কতা জারি রয়েছে। তবে সারাদিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে রাজধানীবাসীকেই বেশ ভোগান্তি পোহাতে হবে বলে জানান তারা।

সোমবার ভারতের রাজধানী শহরের অনেক অংশের তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

অবশ্য আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও গরম কমার সম্ভাবনাও রয়েছে। গরম ঠেকাতে প্রতিবারের মতো এবারও জায়গায় জায়গায় ফুটপাতবাসীদের জন্য তাঁবু বসিয়েছে দিল্লি সরকার।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ২৩ মে ২০২৩

Back to top button