দক্ষিণ এশিয়া

গ্রেপ্তার হলে সমর্থকদের শান্ত থাকার আহ্বান ইমরানের

ইসলামাবাদ, ২৩ মে – আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদ যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সেখানে তাকে গ্রেফতারের জোরালো সম্ভাবনা আছে—এমন আশঙ্কার কথা আগেই ব্যক্ত করেছিলেন ইমরান।

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) কর্তৃপক্ষ তাকে ফের গ্রেফতার করলেও সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ইমরান খান।

রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জামিনের জন্য আগামী মঙ্গলবার আমাকে ইসলামাবাদ যেতে হবে এবং ওইদিন আমাকে গ্রেফতার করার সম্ভাবনা ৮০ শতাংশ।

আর সোমবার টুইটারে ইমরান বলেন, আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরও একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ইমরান খানকে গ্রেফতার নিয়ে উত্তাল হয়ে উঠে পাকিস্তানের রাজনীতি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৩ মে ২০২৩

Back to top button