সিলেট

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

সিলেট, ২২ মে – সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২২)।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন জানান, কামালবাজারের বেটুয়ারমুখ গ্রামের আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আকস্মিক ছাদ ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন শ্রমিক মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২২ মে ২০২৩

Back to top button