উত্তর আমেরিকা
এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৯
সান সালভাদোর, ২১ মে – এল সালভাদরের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
পুলিশের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সালভাদর ফুটবল লিগে আলিয়াজনা ও ফাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সমর্থকরা রাজধানী সান সালভাদরের কাসকাতলান স্টেডিয়ামে জড়ো হওয়ার পর সেখানে পদদলনের ঘটনা ঘটে।
এল সালভাদর পুলিশ বাহিনী এক টুইটে জানিয়েছে, কাসকাতলান স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় ফুটবল সমর্থকদের হুড়োহুড়ি এই পদদলনের কারণ হতে পারে বলে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে বলছে পুলিশ।
সূত্র: সমকাল
আইএ/ ২১ মে ২০২৩