শিক্ষা
তিনদিনের ব্যবধানে আবারও রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহী, ২১ মে – রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রাবাস থেকে সামিউর রহমান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ মে) রাতে রহিম লজ ছাত্রাবাসের নিজ রুমে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
সামিউর রুয়েটের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল।
এর আগে, গত ১৭ মে একই বিশ্ববিদ্যালয়ের লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে আত্মহত্যা করেন মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর ফাহাদ রুমি।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২১ মে ২০২৩