ঢালিউড

নৌকার নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন নায়িকা মাহি

ঢাকা, ২১ মে – গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকাই সিনেমার খ্যাতনামা নায়িকা মাহিয়া মাহি।

শনিবার (২০ মে) তিনি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রতীকের প্রার্থী অ্যাড. আজমত উল্লার জন্য ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। এসময় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখতে ভিড় জমান তার ভক্তরা। এসময় মাহির স্বামী বিশিষ্ট ব্যবসায়ী রকিব সরকার তার সাথে ছিলেন।

নির্বাচনী প্রচারের সময় মাহি বলেন, আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করেছেন, নানা উন্নয়ন করেছেন, অনেক সুন্দর সুন্দর উন্নয়ন তিনি এই গাজীপুরে করেছেন। এই উন্নয়নটা অব্যাহত রাখতে অ্যাড. আজমত খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে এবং তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।

 

তিনি আরও বলেন, সাধারণ জনগণ মাননীয় প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন। তিনি আজমত উল্লাকে নৌকা প্রতীক দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছেন। তাঁর দেয়া সিদ্ধান্ত গাজীপুরবাসী মেনে নিয়েছে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই আজমত উল্লা খানকে ভোট দিবেন।

আইএ/ ২১ মে ২০২৩

Back to top button