দক্ষিণ এশিয়া

ইমরানের ১২৩ নেতা-কর্মীকে মুক্তির নির্দেশ আদালতের

ইসলামাবাদ, ২০ মে – ইমরান খানের দল পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১২৩জন কর্মীকে মুক্তির নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। এসব নেতা-কর্মীদের ৯ মে ঘটা সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ফয়সালাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পাঞ্জাবের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। গ্রেপ্তার ওই ব্যক্তিদের দ্রুত মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেয় আদালত।

শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ডনের প্রতিবেদনে জানানো হয়, পিটিআই নেতা ফারুক হাবিবের দায়ের করা রিটের শুনানিতে লাহোর হাইকোর্টের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভ শুরু করে পিটিআই। পাকিস্তানের চারটি প্রদেশের বিভিন্ন শহরে সরকারি বেসামরিক ও সামরিক বাহিনীর বিভিন্ন ভবন ও কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন তারা। এমনকি তাদের রোষের শিকার হয় অনেক সেনা কর্মকর্তারা বাসভবনও।

বিক্ষোভ গুরুতর রূপ নেয়ায় ইমরান খানকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে সেনা নামাতে বাধ্য হয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণার পাশপাশি আল-কাদির ট্রাস্টসহ বিভিন্ন মামলায় ইমরান খানকে জামিন দেয়ার নির্দেশনা দেন।

সেই নির্দেশনা মেনে ইমরান খানকে এই মামলায় আগামী ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল- তাতে ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পাকিস্তানজুড়ে অভিযান শুরু হয়েছে। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করা সামরিক বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের বিচার করা হবে সামরিক আইনের আওতায়।

এরমধ্যে বৃহস্পতিবার পাঞ্জাব রাজ্য সরকারে আসীন অন্তর্বর্তী সরকার দাবি করে, জামান পার্কে ইমরানের বাসভবনে আত্মগোপন করে আছেন অন্তত ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এবং যদি ২৪ ঘণ্টার মধ্যে তাদের পুলিশের হাতে হস্তান্তর না করা হয়, সেক্ষেত্রে তার বাড়ি তল্লাশি করবে পুলিশ।

ইমরান খান সেই অভিযোগের কোনো জবাব দেননি; কিন্তু ২৪ ঘণ্টার আল্টিমেটাম পেরিয়া যাওয়ার পর শুক্রবার সন্ধ্যার দিকে তার বাড়িতে তল্লাশির জন্য যায় পুলিশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

কিন্তু, ইমরানের বাসভবনের ভেতর কোনো সন্ত্রাসীকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। সূত্র: জিও টিভি

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ মে ২০২৩

Back to top button