ইউরোপদক্ষিণ এশিয়া

নরেন্দ্র মোদির সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

টোকিও, ২০ মে – ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল-জাজিরার।

জাপানের ঐতিহাসিক হিরোশিমায় জি-৭ সামিটের সাইডলাইনে এই দুই নেতার সাক্ষাৎ হয়।

শনিবার সকালে জি-৭ এর তিনটি সেশনে অংশ নেওয়ার জন্য জাপানে পৌঁছেছেন নরেন্দ্রে মোদি। এরপর পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে তার। আর জাপান সরকারের আমন্ত্রণে জি-৭ সামিটে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

গত মাসে ইউক্রেনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারত সফর করেন। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলেনস্কির একটি চিঠি হস্তান্তর করেন।

শনিবার সকালে জাপানি পত্রিকা ইওমিউরি শিম্বুন নরেন্দ্র মোদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে মোদি বলেন, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। আমরা বিশ্বাস করি, পারস্পারিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সংকট কাটিয়ে ওটা সম্ভব।

সূত্র: যুগান্তর
এম ইউ/২০ মে ২০২৩

Back to top button