মৌলভীবাজার

‘আমি দেখতে পাই ট্রেনটি ধীরে ধীরে এক পাশে হেলে যাচ্ছে’

মৌলভীবাজার, ২০ মে – মৌলভীবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়া বগিতে থাকা এক যাত্রী জানিয়েছেন, ‘লাইনচ্যুত বগিতে আমি ছিলাম। হঠাৎ দেখতে পাই ট্রেনটি ধীরে ধীরে এক পাশে হেলে যাচ্ছে’।

শনিবার (২০ মে) ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

লাইনচ্যুত হওয়া বগিতে থাকা ওই যাত্রী জানান, এ ঘটনার সময় আমিসহ যাত্রীরা দ্রুত অন্য বগির দরজা দিয়ে নিচে নেমে যাই। তবে কেউ আঘাত পাননি। সামান্য ব্যথা পেয়েছেন কিছু লোক।

শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, শনিবার ভোরে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেল লাইনেরর ওপর গাছ হেলে পড়েছিল। গাছের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা থেকেও ছেড়ে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজে এসেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ মে ২০২৩

Back to top button