ইউরোপ

ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

মস্কো, ২০ মে – এবার ৫০০ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। এই তালিকায় আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিল রুশ কর্তৃপক্ষ।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ৫০০ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হল।
এ তালিকায় ওবামা ছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স রয়েছেন। আরও রয়েছেন সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‍্যাচেল ম্যাডো। তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করেছে মস্কো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক রুশবিরোধী মনোভাব পোষণ করেন এবং তা ছড়াতে ভূমিকা রাখেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মার্কিন নাগরিকদের নামও তালিকায় রাখা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২০ মে ২০২৩

 

Back to top button