অপরাধ

ঘরে সুরঙ্গ খুঁড়ে লুকিয়ে ছিলেন শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি

সাতক্ষীরা, ১৯ মে – ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন (৪৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ মে) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিপন হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি খাটের নিচে বিশেষভাবে তৈরিকৃত সুড়ঙ্গে বসবাস করছিলেন। এরপর শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি অফিসের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার একটি আদালত। এ ছাড়া ৪৪ জন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেন একই আদালত। মামলাটিতে গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ মে ২০২৩

Back to top button