বলিউড

বাবা হারালেন বলিউড অভিনেতা আয়ুষ্মান

মুম্বাই, ১৯ মে – বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা ও ভারতের জনপ্রিয় জ্যোতিষী আচার্য পি খুরানা মারা গেছেন।

শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন আয়ুষ্মানের বাবা প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত পি. খুরানা। মোহালির ফোর্টিস হেলথকেয়ারে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল।

আরও পড়ুন ::

আয়ুষ্মানের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মানের বাবা জ্যোতিষী পি. খুরানা আজ সকাল সাড়ে ১০টায় মোহালিতে মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। এই দুঃসময়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মানের সিনেমা ‘ড্রিম গার্ল টু’। রাজ শান্দিল্য পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন অনন্যা পাণ্ডে। এতে আরও অভিনয় করছেন আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া, অভিষেক ব্যানার্জি প্রমুখ। এ বছরের ২৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইএ/ ১৯ মে ২০২৩

Back to top button