পানি-বিস্কুট খেয়ে ইমরানের বাসভবন ছাড়ল পুলিশ
ইসলামাবাদ, ১৯ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসভবন থেকে বের হয়ে গেছে পাঞ্জাব পুলিশের প্রতিনিধি দল। শুক্রবার (১৯ মে) লাহোরের জামান পার্ক থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দলকে বের হতে দেখা যায়।
দ্য ডন ও জিও নিউজ জানিয়েছে, পাঞ্জাব পুলিশের প্রতিনিধি দল ইমরান খানের সঙ্গে বৈঠক করেছে। তবে তাদের আলোচনার বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
পুলিশের প্রতিনিধি দলে ছিলেন লাহোর কমিশনার মুহাম্মদ আলি রান্ধাওয়া, ডেপুটি কমিশনার রাফিয়া হায়দার, ডিআইজি অপারেশন্স সাদিক দোগার ও এসএসপি অপারেশন্স সোহাইব।
পিটিআই জানিয়েছে, যারা পরোয়ানা নিয়ে জামান পার্কে এসেছিল তারা পুরোপুরি সন্তুষ্ট। পিটিআই আইনের শাসনে বিশ্বাসী। তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
ইমরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখান গুমান বলেন, ‘জামান পার্ক থেকে খালি হাতে ফিরেছে পাঞ্জাব পুলিশ। আমার মনে হয় তারা বুঝতে পেরেছে এখানে কিছু নেই। তারা শুধু বিস্কুট ও পানি পেয়েছে।’
সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আপনাদের সামনে আমরা বাড়ির দরজা খুলেছি। এখন আপনারা তাদের জিজ্ঞেস করুন তারা কি পেয়েছে।’
এর আগে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছিলেন, প্রায় ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ ইমরানের বাসভবনে আশ্রয় নিয়েছে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পিটিআইকে ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই সময়সীমা অতিক্রম হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৯ মে ২০২৩