টলিউড

জানা গেল অভিনেত্রী আরিয়া ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর রহস্য

কলকাতা, ১৩ ডিসেম্বর- কলকাতার বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছিল বলিউড অভিনেত্রী আরিয়া ব্যানার্জির। শুক্রবার (১১ ডিসেম্বর) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার বিস্তারিত জানার জন্য তার গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পাশাপাশি অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে কলকাতার লেক থানা পুলিশ। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য জানা গেল রিপোর্ট থেকে। ময়না তদন্তে জানা গেছে, অতিরিক্ত মদ পানের কারণেই মৃত্যু হয়েছে তার। মদের সঙ্গে মধু মিশিয়ে পান করতেন তিনি। তার নাক, মুখ ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অভিনেত্রী বিছানা থেকে পড়ে গিয়েছিলেন।

আরও পড়ুন : যেভাবে বিবাহবার্ষিকী উদযাপন করছেন সৃজিত-মিথিলা

হাসপাতাল সূত্রের খবর, কিডনি, লিভার ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন আরিয়া। মরদেহ উদ্ধারের সময় তার ঘর থেকে অনেকগুলো প্রেসক্রিপশন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ।

চিকিৎিসকরা আরও মনে করছেন, স্ক্রিনের সমস্যা থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বাঙালি এ অভিনেত্রী।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৩ ডিসেম্বর

Back to top button