জাতীয়

গ্রিসে পাসপোর্টহীন বাংলাদেশিদের সুখবর দিল দূতাবাস

এথেন্স, ১৯ মে – গ্রিসে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়া হবে। এর মধ্যে দিয়ে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৮ মে) গ্রিসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনার লক্ষ্যে পাসপোর্টবিহীন গ্রিসপ্রবাসীদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে দূতাবাসের আশ্বাসে বিশ্বাসী প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

প্রবাসীদের হাতে লেখা পাসপোর্টের অনুলিপি বা জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করে দ্রুত আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। এ সুযোগ সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১৯ মে ২০২৩

Back to top button