জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি!
কিয়েভ, ১৯ মে – বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ এর সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার বলেছেন যে, ইউক্রেনের নেতা এই সম্মেলনের জন্য হিরোশিমায় আসতে চলেছেন। কোন দিন তিনি যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।
দ্য ফিনান্সিয়াল টাইমস প্রথম জেলেনস্কির সফরের খবর প্রকাশ করে।
জি-৭ সম্মেলনে এবারের আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইউক্রেনে রাশিয়ার ১৫ মাসের আগ্রাসন। সে হিসেবে মূল বিষয় হলো ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য রাশিয়াকে কীভাবে আরও চাপ দেওয়া যায়।
পশ্চিমা দেশগুলো এবং দক্ষিণ কোরিয়া ও জাপানসহ কিছু দেশ ইতোমধ্যেই রাশিয়ার ওপর কিছু কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধারণা করা হচ্ছে, হিরোশিমার সম্মেলনে এই বিষয়গুলো আরও শক্ত হবে।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৯ মে ২০২৩