মধ্যপ্রাচ্য

সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

দামেস্ক, ১৮ মে – সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আজ সৌদি আরব সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার সিরিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে যে বৃহস্পতিবার বাশার আল-আসাদ আরব লিগের ৩২তম সম্মেলনে যোগ দিতে জেদ্দার উদ্দেশে দামেস্ক ত্যাগ করবেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আরব লিগ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

শুক্রবার (১৯ মে) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়া যুদ্ধের পর গত ১২ বছরে এই প্রথমবারের মতো আরব লিগের বৈঠকে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট। এর আগে কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার হয়। পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি সফরে যাচ্ছেন।

আরব লিগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৮ মে ২০২৩

Back to top button