ঢাকা

রাজধানীতে বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা, ১৮ মে – রাজধানীর হাজারীবাগ থেকে রাকিবুল হোসেন রাফি (২১) নামের এক বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। হাজারীবাগের বাড্ডানগর লেনের একটি বাসা থেকে রাফির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাজারীবাগ থানার এসআই মো. হানিফ হোসেন জানান, পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বাড্ডানগর লেন পানির ট্যাংকের পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় রাফি ফ্যানের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

এসআই হানিফ আরও জানান, নিহত রাফি পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. ইসহাক। নিহতের পরিবার জানিয়েছে, রাফি বুয়েটে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই ভাই, এক বোনের সবার ছোট তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাফি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ মে ২০২৩

Back to top button