মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৫ শতাংশ
ঢাকা, ১৮ মে – ২০২৩ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।
বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
সচিব বলেন, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৫৪টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৩৫টি, বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। আর ১৯টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি আরও জানান, গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল দুটি, পাঁচটি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।
সূত্র: রাইজিংবিডি
আইএ/ ১৮ মে ২০২৩