কুষ্টিয়া

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ২ শিক্ষকের স্বীকারোক্তি

কুষ্টিয়া, ১২ ডিসেম্বর – কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে মাদ্রাসার দুই শিক্ষক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি নেন। চারদিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বেলা দুইটায় তাদের আদালতে নেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশি কান্ত সরকার তাদের আদালতে নেন।

আরও পড়ুন : ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পেটালেন ইমাম

আদালত সূত্র জানায়, বেলা দুটার দিকে দুই মাদ্রাসা শিক্ষক আল আমিন (২৭) ও ইউসুফ আলীকে (২৬) পুলিশের পাহারায় আদালতে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তার খাসকামরায় প্রথমে ইউসুফ আলীর জবানবন্দি নেন।

ঘণ্টাব্যাপী জবানবন্দি শেষে পৃথকভাবে আল আমিনেরও জবানবন্দি নেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে জবানবন্দি শেষে দুই শিক্ষককে কারাগারে পাঠানো হয়।

রোববার (১৩ ডিসেম্বর) মামলার অন্যতম প্রধান দুই আসামি মাদ্রাসার দুই ছাত্রের ৫দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে।

সুত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ১২ ডিসেম্বর

Back to top button