বরিশাল

৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ, ৪ জনের বাতিল

বরিশাল, ১৮ মে – আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের শেষদিনে চার মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।

এছাড়া মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ মে ২০২৩

Back to top button