আসাম

ওজন না কমালে অবসরে যেতে হবে পুলিশ সদস্যদের

দিসপুর, ১৮ মে – ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মোটা পুলিশ সদস্যদের ওজন কমানোর নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওজন না কমালে স্বেচ্ছায় অবসরে যেতে বলা হয়েছে। রাজ্যের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, আগামী আগস্টের মাঝামাঝি থেকে সব পুলিশ সদস্যের বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) নথিভুক্ত করা হবে। বিএমআই থেকে একজন ব্যক্তির ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী কতটা যৌক্তিক তা বোঝা যায়। স্থূলকায় পুলিশ সদস্যদের ওজন কমাতে আগামী নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে ওজন কমাতে না পারলে স্বেচ্ছায় অবসর নিতে হবে।

আসাম রাজ্য পুলিশের মহাপরিদর্শক জিপি সিং বলেন, শারীরিক জটিলতার কারণে ওজন বাড়ার বিষয়টি ছাড় দেওয়া হবে। এক টুইট বার্তায় তিনি জানান, বাহিনীর প্রথম সদস্য হিসেবে তাঁর নিজের বিএমআইও নথিভুক্ত করা হবে। কয়েক সপ্তাহ আগে আসামের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রায় ৩০০ পুলিশ সদস্যকে দ্রুত অবসরে যেতে বলা হবে, কারণ তাঁরা নিয়মিত মদ পান করেন এবং শারীরিকভাবে অনুপযুক্ত।

এর আগে ২০১৮ সালে কর্ণাটক রাজ্যে রিজার্ভ পুলিশ সদস্যদের চাকরি রক্ষার জন্য ওজন কমানোর শর্ত দেওয়া হয়েছিল। সে সময় এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, জীবনযাপন সংক্রান্ত রোগ যেমন হৃদরোগ ও ডায়াবেটিসের কারণে ১৮ মাসে বেশ কয়েকজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বিএমআই পরিমাপ পদ্ধতি বহুল প্রচলিত হলেও এ নিয়ে কিছু বিতর্ক আছে। অনেক বিশেষজ্ঞ বলেন, সুস্থতা পরিমাপের মানদণ্ড হিসেবে বিএমআই ব্যবহার করা ত্রুটিপূর্ণ। কারণ এই পদ্ধতিটি মূলত শ্বেতাঙ্গদের কথা বিবেচনা করে প্রণয়ন করা হয়েছিল।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৮ মে ২০২৩

Back to top button